চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে (বুধবার দিবাগত রাত) চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডীপুর হাউসনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
র‌্যাব এক প্রেসনোটে জানায়, ২৯ আগস্ট রাত আড়াই টার দিকে র‌্যাব এর একটি আভিযানিক দল চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডীপুর হাউসনগর এলাকার একটি আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র‌্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে মাদক চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ এর সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। মাদক কারবারীরা মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে পালিয়ে যায়।
এঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.