চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ২৩১৫পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়ায় অভিযান চালিয়ে ২৩১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী, জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ডাকাতপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন (৪৮)।
র‌্যাবের এক প্রেস বিঞ্জপ্তিতে ২২ সেপ্টেম্বর গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়ায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
অভিযানে ২৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইলসহ মোঃ বাবুল হোসেন’কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আটককৃত ইয়াবা ট্যাবলেট সমূহের মধ্যে নতুন ধরনের ৫৭৫টি সাদা ইয়াবা ট্যাবলেট প্রশাসনের চোখ এড়িয়ে নতুন ধরনের ইয়াবা ট্যাবলেট মায়ানমার হতে টেকনাফ, চট্টগ্রামসহ বিভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.