বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানা ও গোমস্তাপুর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ড এর ইসলামপুর মহল্লার মৃত সবুর আলীর ছেলে মোঃ মেহের আলী (৩৫) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড এর বেগুনবাড়ী গ্রামের মৃত সাজেমানের ছেলে মনিরুল ইসলাম (৫৫)।

র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি আভিযানিক দল ২২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বড় ইন্দারামোড় ইসলামপুর ১৫নং ওয়ার্ডস্থ রাস্তার উপর হতে বিকেলে ১০ পিচ ও ৪৫ গ্রাম গাঁজা ৫ পিচ BUPRENORPHINE INJECTION সহমাদক কারবারী মোঃ মেহের আলী কে গ্রেফতার করে।
অপর অভিযানে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে রাত ৯টার দিকে মাদক কারবারী মনিরুল ইসলাম কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। #















