চাঁপাইনবাবগঞ্জে রোকেয়া দিবস উদযাপন ॥ জয়িতাদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় আজ রবিবার বিকেলে দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধণা ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার। বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জয়িতা মোসা. রুনা, মোসা. রোকেয়া খাতুন, মোসা. হাসনে বানু, রঞ্জণা রানী বর্মণ, গৌরী চন্দ সিতুসহ অন্যরা। শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁওসহ জেলা ও উপজেলার শতাধিত নারী।

জেলায় এবছর জেলায় মোট ৬ জন এবং সদর উপজেলায় ৪ জনকে জয়িতা সংবর্ধণা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। জেলায় শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেন, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের নাইমুল ইসলামের মেয়ে মোসা. রুনা, বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত এন্তাজ আলী খানের মেয়ে মোসা. হাসনে বানু, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ গ্রামের মশিবুর রহমানের স্ত্রী মোসা. মাতুয়ারা বেগম, পৌর এলাকার চরজোৎ প্রতাপ মহল্লার সুনীল কুমার বর্মণের স্ত্রী গৌরী চন্দ সিতু, শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুরের মো. মুন্তাজ আলীর মেয়ে মোসা. রোকেয়া খাতুন, নাচোল উপজেলার নাচোল গ্রামের মৃত কার্তিক চন্দ্র বর্মণের মেয়ে রঞ্জণা রানী বর্মণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.