চাঁপাইনবাবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. এরফান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামসহ অন্যরা।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক প্রতিনিধি আবু নাসেরসহ জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা।
মতবিনিময়কালে জেলার ব্যবসায়ীরা রমজান মাসে কোন পণ্যে মূল্য বৃদ্ধি না করার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক বলেন, রমজান মাস সংজমের মাস। সাধারণ মানুষ যেন সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সকলেই আন্তরিক থাকতে হবে। যদি কোন ব্যবসায়ী পণ্য মৌজুদ করে বাজার পরিস্থিতি অস্থিশিল করার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. এরফান আলী বলেন, রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্য কমিয়ে দেয়া হয়। আমরা ব্যবসায়ীরা বছরের ১১ মাস মুনাফা করি, রমজান মাসে আমরা সীমীত লাভে পণ্য বিক্রি করতে পারি বা রমজান মাসের সম্মানে লাভ ছাড়াই ব্যবসা করতে পারি। পবিত্র মাসে মানুষের সেবা করতে জেলার সকল ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.