চাঁপাইনবাবগঞ্জে যুব দপ্তরের শিক্ষার্থীদের মাঝে সনদ ও ভাতার টাকা বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আজ বুধবার বেলা ১১ টায় যুব উন্নয়ন হল রুমে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র ও ভাতার টাকা বিতরণ’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মোঃ এনামুল হক। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল মান্নান -এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ সারওয়ার হোসেন, পোশাক তৈরী প্রশিক্ষক মরিয়ম খাতুন। প্রধান অতিথি বলেন, ‘যুবরাই দেশের প্রাণ শক্তি।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়ন সম্ভাবনার দেশ। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ তুলে দেন।
উল্লেখ্য, ২০২১-২০২২ ইং অর্থ বছরে পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সে প্রথম ব্যাচে ট্রেনিং শেষ করেন ২৫ জন শিক্ষার্থী এবং ভাতা বাবদ ২৫ জন ট্রেনিং প্রাপ্ত শিক্ষার্থীদের ৮২ হাজার ৫’শ টাকা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.