চাঁপাইনবাবগঞ্জে মেসার্স সানজানা এন্টারপ্রাইজ’র উদ্যোগে ‘মীর সিমেন্ট’ ব্যবসায়ীদের মিলন মেলা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘মীর সিমেন্ট’ ব্যবসায়ীদের মিলন মেলা হয়েছে। মেসার্স সানজানা এন্টারপ্রাইজের সার্বিক তত্বাবধানে আজ শনিবার সকালে জেলা শহরের একটি হোটেলে ব্যবসায়ীদের এ মিলন মেলা হয়। মিলন মেলায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, পরিবেশক মেসার্স সানজানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. রায়হানুল ইসলাম লুনা।
‘নিশ্চিন্তে নির্মাণে ১৭ বছর’ শ্লোগানে মীর সিমেন্ট লিমিটেডের আয়োজনে মিলন মেলায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদ্য অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আলহাজ্ব সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মীর সিমেন্ট লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন আলী, জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেলা বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, জেলা ঠিকাদার সমিতি’র সাবেক সভাপতি তৌহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ রুকুনুজ্জামান রোকনসহ অন্যরা।
মীর সিমেন্ট লিমিটেড উত্তর বঙ্গের ম্যানেজার মোঃ কামরুল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মেসার্স সানজানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রায়হানুল ইসলাম লুনা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের মাঝে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। জেলার ৪৫০ জন ব্যবসায়ীদের প্রত্যেককে বিশেষ পুরস্কার ও সম্মাননা পুরস্কার প্রদান করে মীর সিমেন্টের জেলা পরিবেশক মেসার্স সানজানা এন্টারপ্রাইজ।
এসময় মেসার্স সানজানা এন্টারপ্রাইজের পরিচালক নুর সানজানা ফিরোজসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মীর সিমেন্টের ডিলারগণ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.