চাঁপাইনবাবগঞ্জে ‘মুজিব জন্ম শতবার্ষিকী’ ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘মুজিব জন্ম শতবার্ষিকী’ ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে সম্প্রচার দেখতে উপস্থিত হন জেলার প্রায় ২০ হাজার মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্বোধন করা ‘মুজিব জন্ম শতবার্ষিকী’ ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে এই সম্প্রচারকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার এ কে এম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার), সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম ইসলাম তরু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলহাজ্ব আতারুজ্জামান রেজা তালুকদার, মনিম উদ দৌলা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক, পিপি আলহাজ্ব এ্যাড. জবদুল হক, এ্যাড. মিজানুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএমসহ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগণ, জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও বিভিন্নস্তরের কর্মকর্তা, চাঁপাইনবাগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাক আহমেদ, ‘দর্পণ পরিবার’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের দল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.