চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সেমিনার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সেমিনার হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুর-উর নাহার রুবিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলামসহ অন্যরা। প্রোগ্রামার শাহ এমরানের সঞ্চালনায় সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার এসকে আখতারুজ্জামান।
সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলা সদরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, স্বরুপনগর মোহর আলী উচ্চ বিদ্যালয়, তাজকেরাতুন স্বরুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোশারীবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৪১ জন শিক্ষক-শিক্ষিকা। ‘চর্চা হোক সুন্দর-চর্চা হোক শুদ্ধ, চর্চা হোক আমাদের’ এ স্নোগানে সেমিনারে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে, অপসংস্কৃতি রোধে ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টরি উপস্থাপন করতে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহবান জানানো হয়।
উম্মুক্ত আলোচনায়, জাতির পিতার ভাষণ নিয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা সন্তানদের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের ভাষণ নিয়ে আলোচনা, মুক্তিযুদ্ধ বিষয়ক ফ্লিম, মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্লভ চিত্র, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, লিখিত কুইজ প্রতিযোগিতা, সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার ব্যবস্থাকরণ এবং অভিজ্ঞ শিক্ষার্থীদের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ২০১৭ হতে ২০২২ সালের মধ্যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা-উপজেলায় ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ভ্রাম্যমাণ জাদুঘর বাসের মাধ্যমে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কর্মসূচি পালন করা হবে বলে সেমিনারে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.