বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সোলায়মান জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক-চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ অনেকে।
জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও জেলার বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ও গুরুত্ব সহকারে আমলে নিয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, আমাদের সামনের সময়গুলোতে সরকার যেভাবে দিকনির্দেশনা দেবে, আমরা সেই আলোকেই জেলার নিয়মিত কর্মকান্ড গুলো পরিচালনা করব।
জেলার আইনশৃঙ্খলা শান্তিপ‚র্ণ রাখার চেষ্টা করব। পাশাপাশি জেলার পরিবেশ ও বসবাসযোগ্যতা উন্নয়নে কাজ করব। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও নির্বাচনী কার্যক্রমই অগ্রাধিকার পাবে। নির্বাচন কমিশন যেভাবে দিকনির্দেশনা দেবেন, সেভাবেই কাজ করব। এটিই আমাদের মূল কর্মপরিকল্পনা।
মতবিনিময় সভায় জেলার গণমাধ্যমকর্মীরা প্রশাসনের সঙ্গে কাজের সমন্বয়, তথ্যপ্রাপ্তি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের ভ‚মিকা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং বলেন, উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে।
তিনি মিডিয়াকর্মীদের গঠনমূলক সমালোচনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আহবান জানান। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কৃতি ও গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।
উল্লেখ্য, মোহাম্মদ সোলায়মান গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন। #

















