চাঁপাইনবাবগঞ্জে মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদীতে অভিযান অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদীতে মৎস্য দপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সুলতানগঞ্জ ঘাটের উজানে হাকিমপুর পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার মিটার দৈর্ঘের ২টি ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
যান মূল্য ২০ হাজার টাকা। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১ জেলেকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রট মোহাম্মদ রবিন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মৎস্য বিভাগের সহকর্মীরা।
পৃথক অভিযানে গতকাল রবিবার বিকেলে অভিযানকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হামিদুর রহমান, জেলা মৎস্য অফিসার ড. মোঃ আমিমুল এহসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর, বিজিবি সদস্যবৃন্দ ও মৎস্য বিভাগের সহকর্মীরা।
আটককৃত জালগুলো জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার (২৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা টা পর্যন্ত বাখের আলী ঘাট থেকে নারায়ণপুর ঘাট পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালানো হয়।
এসময় ২ হাজার মিটার দৈর্ঘের ৪টি কারেন্ট জাল এবং ৫’শ মিটার দৈর্ঘের ১টি কাঁপা জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.