বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।
এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ শামসুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালকগণ, জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সুধিজন ও উদ্যোক্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ইউনুস-এর আহŸানে সাড়া দিয়ে এ মেলার আয়োজন করছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গত ১৫ বছর নানা কারণে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি।
এবার জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে একটি আকর্ষণীয় ও মানসম্পন্ন মেলা আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার।
মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল, ১৬টি প্যাভিলিয়ন এবং শিশু-কিশোরদের জন্য ২০টিরও বেশি আধুনিক রাইড রয়েছে।
দর্শনার্থীরা দেশীয় নানা শিল্পপণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাবেন। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন বিনোদনের নানা আয়োজন। মেলায় কোনো ধরনের ‘জুয়া কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে’-এমন কোনো আয়োজন নেই। একটি সুস্থ ও পারিবারিক বিনোদনমুখী পরিবেশ নিশ্চিত থাকবে। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.