চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বজলুর রহমান (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাঃ আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত বজলুর রহমান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার হতে বিশ্বনাথপুর গামী সড়কে অভিযান চালায় র‌্যাব।
অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৬৬০ গ্রাম হেরোইনসহ বজলুরকে আটক করা হয়। ওই দিনই র‌্যাবের এস.আই মোঃ তারিফুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানার মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৩১ অক্টোবর বজলুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.