চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৮ জনের কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইদারা মোড়ের হোটেল জমজম ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জনকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের আটকের পর আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম প্রত্যেকে ১৫দিন করে কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্তরা হচ্ছে, রামকৃষ্টপুরের মো. হাম্মাদ আলীর ২ ছেলে হাসনাত আলী (৩০) ও তাসেম আলী (৩০), কলোনী পাড়ার মৃত মুনসুর আলীর ছেলে সেরাজুল ইসলাম (৩২), আরামবাগের শওকত হোসেনের ছেলে মনির হোসেন বকুল (৩০), মসজিদ পাড়ার আহমদ আলীর ছেলে সাহাবুদ্দীন (২৮), আরামবাগের মৃত মনসুরের ছেলে নবাব (৩০), একি এলাকার ফুলচানের ছেলে আবু বক্কর (৩০) ও কল্যানপুরের মৃত খাস মোহাম্মদের ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। ডিবির ওসি মাহবুব আলম জানান, রবিবার দিবাগত রাতে মাদক সেবনের অপরাধে ৮ জনকে আটক করা হয়। এর মধ্যে বড় ইদারা মোড়ে জমজম হোটেলের ছাদে বেশ কিছু যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় হোটেল মালিকের ২ ছেলে সহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে আনা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.