চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক-১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন মাদকস্থানে র‌্যাব-৫ রাজশাহী’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল-মুরাদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আটককৃতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে সাড়ে ৯০০ গ্রাম গাঁজা, ৩ হাজার লিটার চোলাই মদ ও মাদকসেবন সামগ্রী উদ্ধার করে। পরে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়া।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃতদের মধ্যে ৪ জনকে ১ মাস করে, ১৩ জনকে ১৫ দিন করে ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান। এছাড়া ২ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। কারাদন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.