চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃৃতিক কেন্দ্রের উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সাথে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে গণভবন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি।
বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোঃ আবুল কালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান, জেলা সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন উপস্থিত সকলেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.