চাঁপাইনবাবগঞ্জে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এমপিও ভুক্তের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বেসরকারি কলেজর অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্তরের মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর জেলা সভাপতি নুরুল ইসলাম, সদস্য সচিব জমির উদ্দিন, ইরজাতুন নেসা, মেসবাহ উদ্দিন, মমতা মন্ডল, শহিদুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ মোতাবেক অবিলম্বে বেসরকারি কলেজসমুহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সের ৫ হাজার ৫০০ জন শিক্ষক অন্তর্ভুক্ত করণের দাবি জানান। অতিসত্বর তা কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.