চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী বাররশিয়াপাড়ায় বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বাররশিয়াপাড়া যুব সমাজের আয়োজনে গতকাল বৃস্পতিবার দিবাগত রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. এরফান আলী।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, পরিচালক মো. শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরুম মিনাল্লাহ বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীরা। শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.