চাঁপাইনবাবগঞ্জে বায়ার ক্রপের উদ্যোগে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কীটনাশক কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এসব বীজ বিতরণ করে।

উপজেলার ৪’শ জন কৃষকের প্রত্যেকের হাতে ২ কেজি করে অ্যারাইজ তেজ গোল্ড ধনের বীজ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাশনোভা, কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড’র সিনিয়র টেরিটরী অফিসার মোহাম্মদ মোস্তাকিম, ফিল্ড এসোসিয়েট মোয়াজ্জেম হোসেন দুলালসহ অন্যরা।

কৃষি কর্মকর্তারা বলেন, ভাল ধানে, ভাল জীবন, চিকন দানা অধিক ফলন। তাই অধিক ফলনের জন্য কৃষকদের চিকন ধান চাষে এগিয়ে আসার আহবান জানান তিনি।

তিনি আরও জানান, এ ধান বীজ রোপনের পর ফুল আসার ৩০-৩২ দিনের মধ্যে ৮৫ শতাংশ ধান পেকে যায়। ধান সোনালী বর্ণ ধারণ করলে ফসল সংগ্রহ করা যাবে। প্রতি হেক্টরে এই ধানের ফলন ৮৫০০-৯০০০ কেজি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.