বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান বাবু ড্যাং এ রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাবু ড্যাং বাগানের ভিতরে এখন ডালপালা সহ পরে আছে গোড়ার অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা বাবু ড্যাং বাগানে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পর পর বেশ কয়েকদিন গভির রাতে সরকারী গাছ এভাবেই উধাও হয়ে গেছে।
যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
সরকারি গাছ তদারকি প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নেই কোনো তদারকি। এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধিত হচ্ছে বলে তাদের উদাসীনতাকেই দায়ী করছে সচেতন সমাজ।
সরজমিনে উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ড্যাং এদেখা যায়, সম্প্রতি কর্তন হওয়া ৬টি শিশু গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ দূর্বৃত্তরা নিয়ে গেলেও ডালপালা সেখানে ফেলে গেছেন।
স্থানীয় ব্যাক্তি সালাম বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কাহারা রাতের আঁধারে সরকারি গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই?।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন যুবক জানান, সাহাবুল রাজা, মতিন ও কাওসার গ্যাং, এরাই মূলতঃ গাছ কাটার সাথে জড়িত। এরাই রাতের আধারে বহিরাগতদের নিয়ে এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং বাবু ড্যাং এর প্রবেশ দ্বারে বেশ কয়েক বিঘা সরকারি জমি জাল দিয়ে ঘেরে দখল করে রেখেছেন।
এ বিষয়ে সাহাবুল রাজা ও কাওসারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে মাটি দখলের কথা স্বীকার করলেও গাছ কাটার কথা অস্বীকার করেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, চুরি হওয়া গাছের বিষয়ে তিনি কিছু জানেননা। তবে, কি পরিমাণ কাছ কাটা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে উক্ত স্থানের সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা চান তিনি।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, সরকারি গাছ অনুমতি ব্যাতিরেকে কর্তন করা দন্ডনীয় অপরাধ। এমনটা হয়ে থাকলে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। #















