BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগীর চাপ ক্রমেই বাড়ছে।

শনিবার (১৭ জানুয়ারি) হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ জন।

সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, মোট ৭৯ জন রোগী।হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ জানায়, শীত মৌসুম শেষে আবহাওয়ার পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব এবং অপরিচ্ছন্ন খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার ঝুঁকি বাড়ছে। শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি, তবে বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন।

এবিষয়ে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আব্দুস সামাদ বলেন,“ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানি পান না করা, রাস্তার খোলা খাবার খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণে রোগের প্রকোপ বাড়ছে। আমরা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছি। রোগীরা সময়মতো হাসপাতালে এলে জটিলতা এড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন, “ডায়রিয়া হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ঘরে ঘরে ওআরএস ব্যবহারে সচেতন হতে হবে।” স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ জনগণকে সব সময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা, হাত পরিষ্কার রাখা এবং খাবার ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এবার ভোট গণনায় দেরি হতে পারে : প্রেস সচিব এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী : মিলন ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে শুরু ব্যালট ছাপা : প্রেস সচিব নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু হলো, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল : প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার মরদেহ দাফন জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার; হেরোইন, চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ