চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের সমাপনী

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টূর্ণামেন্টের সমাপনী হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্যগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শকগণ, জেলার বিভিন্নস্থানের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষকগণ, শিক্ষার্থী খেলা উপভোগ করেন।
সমাপনী খেলায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৭-১ গোলে ভোলাহাট উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। অন্যদিকে, বালিকাদের খেলায় শিবগঞ্জ উপজেলা দল ৪-১ গোলে গোমস্তাপুর উপজেলা ফুটবল দলকে হারায়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিগণ। জেলা পর্যায়ের এই টূর্ণামেন্টে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.