চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে কল্যানী মহিলা সংসদের ভবনে ‘মর্জিনা হক মিলনায়তনে এই সভা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিফ আহমেদ।
প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখির দল গঠন, হলদে পাখি গাইডর (বিজ্ঞ পাখি) প্রশিক্ষনের অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’।
সভাপতিত্ব করেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক রোকসানা আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। বক্তব্য রাখেন পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হকসহ অন্যরা।
এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা কমিটির গাইডার মোসাঃ মমতাজ মহল, গীতা পাঠ করেন গাইড সদস্য সন্দীপ্তা সাহা।
এসময় জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে কাজ করার আহবান জানান প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.