চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জের খুচরা ও পাইকারী বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
শহরের পুরাতন বাজারে পেঁয়াজের পাইকারি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের পর পেঁয়াজের পাইকারি দর এক লাফে কমেছে প্রতি কেজিতে ১৫ টাকা করে।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাজার পুরাতন বাজারস্থ পেঁয়াজের পাইকারী বাজারে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি দরে। সেই দামেই পেঁয়াজ কিনছিলেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু অভিযান শুরু পর পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করেন। এরপরই আগের মূল্য অর্থাৎ ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বিটিসি নিউজকে জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.