বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত স্কাউটার ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য মোঃ গোলাম রশিদ’র স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্কাউট ভবনে এই স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়।
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সৈয়দ হোসেন আহমেদ বাদশা।
বক্তব্য রাখেন, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, শফিকুল আলম ভোতা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শামসুল হক (গানু), ডাক্তার ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, স্কাউটার আশরাফুল আম্বিয়া সাগর, এ্যাড. আবু বাক্কার, মুক্তমহোদলের কমিশনার মুসফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, প্রয়াত গোলাম রশিদের বোন পারভীন কবিরসহ অন্যরা।
বক্তারা, প্রয়াত স্কাউটার ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য মোঃ গোলাম রশিদ’র মানুষ ও সমাজের কল্যানে এবং জেলায় স্কাউটে তার অবদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের বিবরণ তুলে ধরেন।
শেষে প্রয়াত স্কাউটার গোলাম রশিদ’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন। এসময় জেলার স্কাউটারগণ ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.