চাঁপাইনবাবগঞ্জে প্রকৌশলী সংগঠনের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তিন দফা দাবীতে মানববন্ধন করেছে প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এ মানববন্ধন হয়।
আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আলহাজ্ব সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী মোখলেসুর রহমান, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদুজ্জামান উজ্জ্বল, প্রকৌশলী রোকনুজ্জামানসহ অন্যরা।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী সত্যজিৎ রায়ের সঞ্চালনায় মানববন্ধনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগণ, অবসরপ্রাপ্ত প্রকৌশলীগণ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)এ অবমুল্যায়ন করা হয়েছে মর্মে তা বাতিলকরণ ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.