চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্পগুলোর ১৫ দফা দাবীতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে চাঁপাইনাবগঞ্জে। আজ রবিবার সকাল ৬টা থেকে জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেল দেয়া বন্ধ করে দেয়া হয়েছে জেলার সবগুলো পেট্রোল পাম্পে। সকাল সাড়ে ৬ টার পর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে এসে ঘুরে যেতে দেখা যায় অনেক মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন মালিকদের।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কমিশন বৃদ্ধি, বিভিন্ন লাইসেন্স বাধ্যতামূলক বাতিলসহ বিভিন্ন ১৫ দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়।

এরই প্রেক্ষিতে আজ রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পেট্রোল পাম্পে তেল-মবিল বিক্রি বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশী সমস্যার মধ্যে পড়েছে যাত্রীবাহী ছোট ছোট যানবাহনের চালকরা।

জ্বালানি না পেলে তাদের আয় বন্ধ হয়ে যাবে এবং পরিবার নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হবে। এছাড়াও সমস্যায় পড়বে কৃষকরা ঘরে আমন ধান তুলতেও।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.