চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

 

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, গোমস্তাপুর ও ভোলাহাটে পৃথক স্থানে বজ্রপাতে তিন উপজেলায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার প্রচন্ড বৃস্টির সময় সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা। এদিকে, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম।
এঘটনায় একজন গুরুত্ব অসুস্থ হয়। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরুত্বর অসুস্থ্য শরিফুল ইসলাম কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়াও একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.