চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২ শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে।
আজ বৃহম্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই অবরোধে নামে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে সংবাদ লিখা পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে অবরোধ চলতে থাকে। সড়ক অবরোধে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ, সাফি ইসলাম ও পলিটেকনিকে প্রায় ৩শ শতাধিক শিক্ষার্থী।
অবরোধ কারী শিক্ষার্থীরা বলেন, সড়ক দূর্ঘটনায় আমরা আমাদের দু’সহপাঠী মোস্তাফিজুর ও মিনারুল কে হারিয়েছি। আমাদের দাবী একটায় আমরা ঐ ঘাতক ট্রাক চালকের ফাঁসি চায়। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে রাস্তায় যানজট শুরু হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিটিসি নিউজকে বলেন, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পরিক্ষা শেষে পলিটেকনিকের দু শিক্ষার্থী বাড়ি ফিরার পথে ট্রাক চাপায় নিহত হয়। সেই ক্ষোভে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও, চালকটি পালিয়ে যাওয়ার কারনে আটক করা সম্ভব হয়নি। দ্রæতই ঘাটক ট্রাকের চালককে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.