বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার বিষয় তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো: গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া।
বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বিষদ আলোচনা করেন এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শে জীবন গড়ার উপর তাগিদ দেন। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর ক্বিরাত, আযান, হামদ-না’ত, কবিতা আবৃত্তি ও ইসলামী জ্ঞান/কুইজ প্রতিযোগিতা হয়। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দেড়শতাধিক শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
এই ৫টি বিষয়ে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়। শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো: মাহবুবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিল্ড সুপার ভাইজার মোঃ শরিফুল ইসলাম।
এসময় বিভিন্ন স্থানের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শনিবার দুপুরে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.