চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার বিষয় তুলে ধরে আলোচনা করেন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল- ইসলাম। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওয়ালিদ হাসান।
সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (সুপার ক্রাইম এন্ড অফস) মোঃ নুরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী, নিচু ধুনি জামে মসজিদের খতিব মোঃ আব্দুল ওয়াহিদ।
বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বিষদ আলোচনা করেন এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শে জীবন গড়ার উপর তাগিদ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমামগণ।
সভা শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের খতিব মোঃ জিয়াউল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.