চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন‘ শীর্ষক দিনব্যাপী সেমিনার হয়েছে। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)‘র সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। সেমিনারে সদর উপজেলার ঝিলিম, গোবরাতলা, বারঘরিয়া ও সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশসহ ৯২ জন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ সেমিনারের আয়োজন করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.