চাঁপাইনবাবগঞ্জে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের আয়োজনে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার হয়েছে। আজ রবিবার সকালে অফিসার্স ক্লাব, চাঁপাইনবাবগঞ্জের হলরুমে এ সেমিনার হয়।
চাঁপাইনবাবগঞ্জের লেডিস ক্লাব সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীনি সেলিনা জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামানের সহধর্মিনী ব্যাংকার দিলরুবা আখতার।
বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতারসহ জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সহধর্মিনীগন।
সেমিনারে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন আলোচক প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ দ্বারে মানবতার দেয়ালের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.