চাঁপাইনবাবগঞ্জে দোকান খোলা এবং দূরত্ব না রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস সতর্কতায় সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জেও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখা হয়েছে। ক্রেতাদের নিরাপদ দূরত্ব রাখার জন্য বিভিন্নভাবে প্রচারণা ও বৃত্ত এঁকে দেয়া হয়েছে। কিন্তু তারপরও দোকানদার ও ক্রেতারা নিরাপদ দূরত্ব রেখে কেনা-কাটা করছেন না।

প্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পুলিশের একটি দলও অংশ নেয়। সরকারের নির্দেশনা না মেনে দোকান খোলা ও নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৫টি দোকান মালিক ও ক্রেতাকে ৮ হাজার ৯’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম।

এই অভিযানে পুরাতন বাজারের ইউনুস মুদি স্টোরকে ২ হাজার, সাহাবুল স্টোরকে ২ হাজার, এমরান স্টোরকে ১ হাজার ২’শ টাকা, আব্দুর রহমান স্টোরকে ১ হাজার ৭০০ টাকা, আব্দুল হাই স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত চলাকালে অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করে দেয়া হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.