চাঁপাইনবাবগঞ্জে দিয়াড় উপজেলা গঠনের দাবিতে সাধারণ সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে দিয়াড় উপজেলা গঠনের লক্ষ্যে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স
ভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামকে আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছে ১০ জন। উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম।
জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, দেবিনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান শাহীদ রানা টিপু, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী বিশ্বাস, জেলা কৃষকদলের আহ্বায়ক আকম সায়েদুল আলম বিশ্বাস পলাশ।
বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক বলেন, দিয়াড় অঞ্চলের সাত ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষকে আজকে একত্রিত করতে পেরে ভালো লাগছে। অবহেলিত জনপদে আমরা দিয়াড় উপজেলা পরিষদ গঠন করেই ছাড়ব, ইনশাআল্লাহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.