চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে। মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে এ উৎসবের উদ্বোধন করা হয়।
৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল এবং উপস্থাপনায় ছিলেন গোলাম ফারুক মিথুন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনদিনব্যাপী এ উৎসবের সমাপনী হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.