চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্রদের ক্রিকেট টূর্ণামেন্ট

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে টি টেন ক্রিকেট টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে টি টেন ক্রিকেট টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ও পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ রাহিম, সদস্য সচিব মোঃ সাব্বিরসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল।
টূর্ণামেন্টে এক্সিম ব্যাংক বিশ্ববিদ্যালয়সহ জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে। এসময় ক্রীড়ামোদী দর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৪ ফেব্রুয়ারী টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.