বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র অভিযানে হেরোইনসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়াও এদের জরিমানাও করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগানবাড়ির লাল মোহাম্মদ এর ছেলে মোঃ লালচাঁদ (৩৫), একই এলাকার মো: মোতালেব এর ছেলে মোঃ রনি (২৬) এবং বালুচর কুটুবাজারের মোঃ কেমন আলির ছেলে মোঃ নাসির আলী (৪৭)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বুধবার বিকেলে অভিযান চালানো হয়।
এসময় ৫০ গ্রাম করে হেরোইনসহ মোঃ লালচাঁদ (৩৫), মোঃ রনি (২৬) এবং মোঃ নাসির আলী (৪৭) কে আটক করা হয়। গ্রেফতারকৃত ৩ জন আসামীকে ডিএনসি’র উপ-পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন।
শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমান আদালতে প্রথম ও দ্বিতীয় আসামিকে ২৫ (পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা করে জরিমানা প্রদান করেন। তৃতীয় আসামিকে দুই (০২) মাসের বিনাশ্রম কারাদÐ ও ৫০০(পাঁচশত) টাকা জরিমানা অর্থদন্ড প্রদান করেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.