চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ আটক-৯


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা ১৯ ও ২০ অক্টোবর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা, ৮ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেলসহ ৯ জনকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে ২টি মামলা ও বাকি ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আসামিরা হচ্ছে, রাজশাহীর বিরাস্তিল এলাকার মৃত শাহাদাৎ মন্ডলের ছেলে মাহাবুল (৩৭) একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে শামীম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রাম নতুন পাড়ার ওসমান আলীর ছেলে ইসারুল হক বাবু (৩৫), সরকার পাড়ার রইসউদ্দিনের ছেলে এমরান আলী (৫৯), শেখটোলার আবদুস সামাদের ছেলে শরিফুল ইসলাম ভুট্টু (৪৮), চাঁপাইনবাবগঞ্জের কুরবান, আসাদুজ্জামান বাকি দুজনের নাম পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান মাদক উদ্ধার ও ৯জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএনসি’র ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুটি মামলায় ৪ জন আসামি ডিএনসি’র কাছে বুঝিয়ে পেয়েছেন বলে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.