BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র উদ্যোগেবাল্যবিবাহ প্রতিরোধে দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র উদ্যোগেবাল্যবিবাহ প্রতিরোধে দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘রিথিংকিং চাইল্ড ম্যারেজ’ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা বিষয়ক এক কর্মশালা হয়েছে।

“আমি কন্যা, আমি আগামী, আমি সম্ভাবনা” এই স্নোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ-এর উদ্যোগে একশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওশিন তাবাসসুম।অনুষ্ঠানে বক্তারা, বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং কমিউনিটির নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, মিডিয়াকর্মী, বেসরকারি সংস্থা, কমিউনিটি ভিক্তিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন করনীয় বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করনে অংশ গ্রহণকারীরা। এসময় বেসরকারী সংস্থা এসেডো’র নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম, ‘ডাসকো’র কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অধ্যাদেশ চূড়ান্ত: আলাদা গুম কমিশন হচ্ছে না, এখতিয়ার বাড়ল মানবাধিকার কমিশনের আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না : আইন উপদেষ্টা ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার ভারতে প্রশিক্ষণ নিয়ে: স্বর্ণের দোকানে চুরি করতেন মিলন, আছে ‘এলএলবি’ ডিগ্রিও গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন