চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

 বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা।
পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এসময় তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলো, জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পোলাডাঙ্গা এলাকায়।
জানা যায়, ভোররাতে টোলঘর চত্বর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা।
এসময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করে। ডাকাত দলের ৪ জন আটক হলেও একজন পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.