চাঁপাইনবাবগঞ্জে ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমাজের অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জেলা শহরের পিটিআই মোড়স্থ ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস এর আয়োজনে ও অস্ট্রেলিয়ান দাতা সংস্থা অপারেশন ক্ল্যাফট বাংলাদেশ এর সহায়তায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার সকালে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ঠোঁট ও তালু কাটা বাচ্চাদের অপারেশন ও চিকিৎসা প্রদান করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সামশুদ্দিন আহমেদ, এনএসসিসি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনয় কুমার দাস ও প্লাস্টিক সার্জন ডা. ইমরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার, ম্যানেজার মো. ওয়াহিদুল ইসলামসহ ক্লিনিকের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিনামূল্যে এ ক্যাম্প শুরু করা হয়। এর আগেও আরো ৮ বার এমন ক্যাম্পের আয়োজনের মাধ্যমে ওয়ান কর্তৃপক্ষ প্রায় ৩’শ ২৫ জনের বেশি ঠোঁট ও তালু কাটা রোগীর অপারেশন করার ব্যবস্থা করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.