চাঁপাইনবাবগঞ্জে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অস্থিতিশীল পেঁয়াজের বাজার সহনীয় রাখতে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে টিসিবি’র পেঁয়াজ বিক্রি। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র ৪৫ টাকা দামের পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, টিসিবির কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান, বাজারে পেঁয়াজের দাম বেশী হওয়ায় আজ বুধবার থেকে টিসিবি’র ট্রাকে করে প্রতিদিন ২ টন করে টিসিবি’র পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হবে।

পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, একজন ভোক্তা প্রতিদিন সবোর্চ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন টিসিবির পেঁয়াজ।

এতে করে দ্রুতই পেয়াঁজের দাম নিয়ন্ত্রণে আসবে। প্রথমদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পেঁয়াজ কিনতে দেখা গেছে সবস্থরের মানুষদের।

উল্লেখ্য, আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে ২০০-২২৫ টাকা দরে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রয় হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.