চাঁপাইনবাবগঞ্জে জ্ঞানের দেবীস্বরসতী পুজা উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে জ্ঞানের দেবী স্বরসতী পুজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্বরসতী পুজা উদযাপন করা হয়।
তিনটি পর্বের আয়োজনে প্রথম পর্বে আজ মঙ্গলবার সকাল ১১টায় জ্ঞানের দেবী স্বরসতী পুজার সমীপে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। পুষ্পাঞ্জলী অর্পণ করেন, অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, সিনিয়র সহকারী জজ নিশীথ রঞ্জন বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোনালী রানী উপাধ্যায়, অধ্যাপক (অবঃ) কনক রঞ্জন দাসসহ সনাতন ধর্মালম্বী শিক্ষক-ছাত্রসহ অনেকে।
পরে একই মঞ্চে দুপুর ১২টায় ‘বাণী অর্চনা-১৪২৭’ বিষয়ে আলোচনা সভা হয়। অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন-বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, প্রফেসর ড. মোজহারুল ইসলামতরু, অধ্যাপক (অবঃ) কনক রঞ্জন দাস, সোনালী ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখার ম্যানেজার নুর-ই-আজম মোঃখালেদ ইমতিয়াজ সহ অন্যরা। বিকেলে জ্ঞানের দেবী স্বরসতীপুজা উদযাপন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের দেবী স্বরসতী পুজা উদযাপিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.