চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলা বিষয়ক দপ্তরের অনুদানের চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে মহিলা স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সমিতির মাছে অনুদানের চেক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বুধবার সকালে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সায়ফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আকতার, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মার্জিনা হক। বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা পরিষদের মহিলা সদস্য শান্তনা হক শান্তা, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রহমানসহ অন্যরা।
এসময় বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা ও সাধারণ মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৯২টি মহিলা সমিতিকে ১৭ লক্ষ ৭০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৩টি মহিলা সমিতিকে ৪ লক্ষ ৩০ হাজার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.