বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত বৈঠক হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের ফারুপাড়া গ্রামে উন্মুক্ত বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
আরও বক্তব্য রাখেন চর অনুপনগর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য মোসা: রেহেনা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সেখানে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.