বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচীর অংশ হিসেবে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা হয়।
সারাদেশের সকল জেলায় এক যোগে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৈষম্যমুক্ত দেশ গঠনে শপথ নেন অংশগ্রহণকারীরা। দেশ গড়তে এই শপথ করা হয়, ‘দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দুর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব।’
অন্যদিকে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোন চাঁপাইনবাবগঞ্জের আহবায়ক মোঃ আব্দুর রাহিম।
সভায় জেলা প্রশাসক বলেন, দেশ গঠনে সবাইমিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল আমাদের মেয়েরাও। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা।
আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহিদ হলেন, সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) যখন ন্যাক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলনে জুলাই কন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.