বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে আলোচনা সভা, শহিদ মতিউর রহমান ও শহীদ তারেক হোসেন এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, জুলাই শহীদ তারেক এর পিতা আসাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলী, পিপি এ্যাড. আব্দুল ওয়াদুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুর রাহিম, লিমা আক্তারসহ অন্যরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
‘জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সকল জুলাই যোদ্ধাদের সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. একেএম সাহাবুদ্দীন।
এছাড়াও বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল।
এসময় শহীদ মতিউর এর পরিবারের সদস্যগণ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর গোরস্থানে জুলাই শহিদ মোঃ মতিউর রহমানের কবর জিয়ারত ও শহিদের কবরে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালায় শহীদ তারেক হোসেন এর কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বড় পর্দায় প্রধান উপদেষ্টার বাণী প্রচার করা হয় এবং তথ্যচিত্র, প্রামাণ্য চিত্র দেখানো হয়। মঞ্চে পরিবেশিত হয় নাটক ও আঞ্চলিক জনপ্রিয় গম্ভীরা গান। বিতরণ করা হয় উপহার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.