বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘জুলাই ওমেন্স ডে’পালন ও ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ ভিত্তিপ্রস্তর করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) জেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী বের করে।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রিন ভিউ স্কুলের সামনে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া, এই উপলক্ষে সোমবার বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.