বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জুলাই অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার (০২ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, পিপি আব্দুল ওয়াদুদ, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুর রাহিমসহ অন্যরা।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও জেলার বিভিন্ন স্থানের মায়েরা উপস্থিত ছিলেন। শেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শণী হয়।
আলাচনায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল আমাদের মেয়েরাও। জুলাই আন্দোলনে জুলাই কন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীদের গর্ভধারিনীদের প্রতি আমরা শুদ্ধা জানাই।
বক্তারা আরো বলেন, দেশ গঠনে সবাইমিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে যারা শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন বক্তারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.